৪০ হাজার টাকার চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে জাবি প্রশাসন। আটককৃত মোস্তাফিজুর রহমান শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা চলাকালীন বিজনেস অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে প্রক্সির বিষয়টি স্বীকার করেন শাকিল। তিনি মুইন তাজদীদ মাহি নামে এক ভর্তিচ্ছুর পরীক্ষা দিতে আসেন।
এ বিষয়ে শাকিল বলেন, জামালপুরের ওই পরীক্ষার্থীর সাথে মোট ৪টি ইউনিটের পরীক্ষা দিয়ে যেকোনো একটিতে চান্স হলেই ৪০ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়। গতকাল ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়েছি।
প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমরা বিকাল সাড়ে ৫টায় ভ্রাম্যমাণ আদালতকে ডেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে শাকিল ও মাহিরের নামে মামলা করা হবে।
এর আগে, একই দিন ৩০ হাজার টাকার চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তৃতীয় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে প্রক্সি দেওয়ার অভিযোগে সোহেল রানা (২৮) নামে এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। সোহেলের বাবার নাম সোহাগ আলি ও মাতার নাম আমেনা বেগম।
বিডি প্রতিদিন/এমআই