রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, 'হায়ার এডুকেশন এণ্ড ফান্ডিং অপর্চুনিটিস ফর বাংলাদেশ স্টুডেন্টস ইন দ্য ইউএস' শিরোনামে এই কর্মশালার আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব। এতে অংশ নেয় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী। বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ উন্নত করার কৌশল এবং আইএলটিএস ও জিআরই প্রস্তুতিসহ উচ্চ শিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণমূলক দিক-নির্দেশনা দেন এডুকেশন ইউএসএ, ইউএস এ্যাম্বাসির ডিরেক্টর মুহাম্মদ সোহেল ইকবাল।
উল্লেখ্য, এডুকেশন, ইনোভেশন ও রিসার্চ- এই ৩ মূলমন্ত্রে ২০১৯ সাল থেকে নানামুখী শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন