জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২টি সাংস্কৃতিক সংগঠনের প্লাটফর্ম ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর ২০২৩-২৪ সেশনের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। একইদিন নির্বাচনের তফসিল ঘোষণা, কাউন্সিল আহ্বান, নির্বাচন ও দ্বায়িত্ব হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন জোটের বর্তমান সভাপতি শৌমিক বাগচি। শৌমিক বাগচি বলেন, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নেই, যার কারণে শিক্ষার্থীদের অধিকারের কথা বলার জায়গা নেই। সেই জায়গায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট একটি প্লাটফর্ম যেখানে সাংস্কৃতিক চর্চা, ছাত্রদের অধিকারে কথা এবং যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা বলা হয়। আগামীকাল শুক্রবার সন্ধ্যার দিকে জোটের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জোটের সংবিধান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ১২টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি নির্বাচনে প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ পান এবং ১২টি সাংস্কৃতিক সংগঠনের বর্তমান পদধারী ব্যক্তিরা যেকোনো পদে প্রার্থী হতে পারবেন। ১২টি সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- সুস্বর, আনন্দন, ধ্বনি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট সোসাইটি, জহির রায়হান ফিল্ম সোসাইটি, চিরকুট, জলসিঁড়ি, সিনে সোসাইটি, জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি), জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) এবং চারণ।
বিডিপ্রতিদিন/কবিরুল