রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন, চকবাজার পশ্চিমপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে ফরহাদ ও খামার মোড় এলাকার মানিক মোহন্ত।
বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করা হয়েছে ।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে চুরির ঘটনায় তাজহাট থানায় গত ১১ জুলাই মামলা হয়। এর আগে গত ৩ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর টপকে চুরির উদ্দেশ্যে নির্মাণাধীন রিসার্চ ইনস্টিটিউট ও ট্রেনিং সেন্টারে প্রবেশ করে স্থানীয় কয়েকজন বখাটে। তারা নৈশ প্রহরীকে বেঁধে রেখে পানির পাম্প, ৬০০ মিটার তার ও অন্যান্য মালামাল চুরি করে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ নৈশ প্রহরীকে উদ্ধার করে। এ ঘটনায় বাদী হয়ে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন নৈশপ্রহরী মো. হোসেন।
তাজহাট থানার ওসি হোসেন আলী বলেন গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল