জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরীক্ষা বিধি ধারা অনুযায়ী পরীক্ষা সম্পন্নের ৭৫ দিনের মধ্যে অবশ্যই বিভাগকে ফলাফল প্রকাশ করতে হবে। কিন্তু পরীক্ষার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৫-১৬ (৪৫ ব্যাচ) শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ফলাফল। এতে চাকরি পরীক্ষায় আবেদন না করতে পারার মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা গেছে, গত বছরের ৮ সেপ্টেম্বর বিভাগের ৪৫তম ব্যাচের ও চলতি বছরের ১১ মে ৪৬ ব্যাচের স্নাতকোত্তরের পরীক্ষা সম্পন্ন হয়। ওই দুই ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পূর্বেই গত ১৩ জুলাই থেকে বিভাগটির ২০১৭-১৮ (৪৭তম ব্যাচ) শিক্ষাবর্ষের মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে। এতে বিভাগটির মাস্টার্স প্রোগ্রামে একসাথে ৩টি ব্যাচ জমেছে। ফলে সেশনজট আরো তীব্র হচ্ছে।
বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দেরি করে রেজাল্ট দেয়া বিভাগের একটি নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকরা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, তারা শিক্ষার্থীদের কথা ভাবেন না। সময় মতো ফলাফল না পাওয়ায় আমরা চাকরি পরীক্ষায় বসতে পারছি না। এতে বিভিন্ন ধরনের মানসিক চাপ অনুভব করছি।
দেরিতে ফলাফল প্রকাশিত হওয়া বা সেশনজটের দায় সংশ্লিষ্ট বিভাগের বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্র।
বিভাগের সভাপতি অধ্যাপক আনিসা নূরী কাঁকন বলেন, ৪৫তম ব্যাচের ফলাফলে একটু ত্রুটি থাকায় তা প্রকাশে দেরি হচ্ছে বলে পরীক্ষা কমিটির সভাপতি আমাকে জানিয়েছেন। আর মাস্টার্সের থিসিসগুলো এক্সটার্নালের কাছে যাওয়ার কারণে ফলাফল প্রকাশে সময় লাগছে।
বিডি-প্রতিদিন/বাজিত