ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মত মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ‘মেন্টাল হেল্থ এন্ড ওয়েলবিং’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। কর্মশালা পরিচালনা করেন জাতীয় মানসিক স্বাস্থ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সিফাত-ই সাইয়েদ।
কর্মশালায় ড. হেলাল উদ্দিন আহমেদ মানসিক চাপ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা এবং একে যথাযথভাবে শনাক্তকরণের মাধ্যমে মোকাবেলার উপায় সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি সমাজে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ক যে উদাসীনতা রয়েছে সেগুলো দূর করার মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রতি গুরুত্ব দেন।
ড. সিফাত-ই সাইয়েদ শিক্ষার্থীদের আশেপাশের বন্ধুদের যাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সহায়তার প্রয়োজন আছে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেন। মানসিক স্বাস্থ্য নিয়ে পিতামাতার সাথে আলোচনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জীবনের নেতিবাচক সময়কে নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। সময় পরিবর্তন হলে সমস্যার সমাধানও হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদে বহুমাত্রিক বিভাগ রয়েছে এবং বিশ্বায়নের যুগে রাজার অর্থনীতির চাহিদা অনুযায়ী চলতে গিয়ে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা নানান সমস্যার মধ্যে পড়ছেন বা উত্তরণের চেষ্টা চালাচ্ছেন। এমতাবস্থায় এরকম কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/হিমেল