রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শিল্প বিপ্লব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের সমঝোতা ও সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদে সেমিনারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা’র পরিচালক (আরআই) ড. মো. আকিব হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সুলতানুল মাহমুদ ও সম্মানীত অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
জাফর ইকবাল বলেন, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে থেকে পিএইচডি করে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছেন, তারা কোনো কাজে আসছে না। অথচ তাদের দেশেই কাজে লাগানো সম্ভব। মেধাবী শিক্ষার্থীরা চ্যালেঞ্জ অংশগ্রহণ করতে চায়। তাই দেশে রিসার্চের কালচার তৈরির মাধ্যমে মেধাবীদের সুযোগ করে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার বিভিন্ন সুযোগসুবিধা চালু করতে হবে। এসব শিক্ষার্থীদের সুযোগ দেওয়া শিল্প প্রতিষ্ঠানের উচিত বলে মনে করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা’র পরিচালক (আরআই) ড. মো. আকিব হোসেন।
জানা গেছে, দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১৫৭ জন শিক্ষক, ১০০ জন শিক্ষার্থী, ২৫ জন অ্যালামনাই এবং ২২টি শিল্প প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা এ সেমিনারে অংশগ্রহণ করেন। চার পর্বের এ সেমিনারে কীনোট সেশন, টেকনিক্যাল সেশন এবং উন্মুক্ত আলোচনার আয়োজন ছিল।
বিডি প্রতিদিন/এমআই