চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত (১ম ব্যাচ) শিক্ষার্থীদের ফাইনাল পেশাগত পরীক্ষায় ৮৩৭ জন উত্তীর্ণ হয়েছে। মোট ১১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণের হার ৭৩ দশমিক ৩ শতাংশ। তাছাড়া, ২টি ডেন্টাল কলেজে মোট ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ জন উত্তীর্ণ হয় যা ৭৬ দশমিক ৬৩ শতাংশ।
শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের হাতে চিকিৎসা অনুষদের ডিন, অধ্যাপক ডা. সাহেনা আক্তার সিন্ডেকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য, সকল অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের অধ্যক্ষদের উপস্থিতিতে ফলাফল হস্তান্তর করা হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে ফলাফল হস্তান্তর উপলক্ষ্যে একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। বেসিক সায়ন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলামের উপস্থাপনা এবং চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্বব্যিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে চমেবির অধীনে ১৮টি মেডিকেল কলেজে (সরকারি ৬টিতে ৬৫১ জন, বেসরকারি ১৬টিতে ৮৩০ জন) ১৪৮১ জন শিক্ষার্থী, ২টি ডেন্টাল কলেজে (সরকারি ১টিতে ৬০ জন, বেসরকারি ১টিতে ৭০ জন) ১৩০ জন শিক্ষার্থী, ২৫টি নার্সিং কলেজে (সরকারি ৭টিতে ২৭৫ জন, বেসরকারি ১৮টিতে ১৩২৫ জন) ১৬০০ জনসহ মোট ৫১টি প্রতিষ্ঠানে প্রতি শিক্ষাবর্ষে ৩৬৩৬ জন শিক্ষার্থী ভর্তি হয়।
বিডি প্রতিদিন/হিমেল