আইসিসিআর স্কলারশিপ স্কিমের আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষা লাভের সুযোগ লাভ করতে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এই স্কিমের আওতায় সুবর্ণজয়ন্তী স্কলারশিপ এবং লতা মঙ্গেশকর নাচ ও সঙ্গীত স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা, যারা কিনা ভারতের বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ খুঁজছেন। মেডিসিন, প্যারামেডিকেল (নার্সিং/ফিজিওথেরাপি, এনাস্থেসিয়া), ফ্যাশন, আইন, সমন্বিত কোর্স বাদে সকল ক্ষেত্রে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। যে প্রার্থীরা ICCR স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তারা https://www.sjsdhaka.gov.in-এ লগ ইন করে পৃথক লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে অনলাইনে আবেদন জমা দিতে পারেন। আবেদন অথবা ভর্তির জন্য ICCR A2A পোর্টাল উন্মুক্ত থাকবে ২০ ফেব্রুয়ারি, ২০২৪-থেকে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৪।
ICCR স্কলারশিপ স্কিমের বিস্তারিত নির্দেশিকা https://www.sjsdhaka.gov.in অথবা https://a2ascholarships.iccr.gov.in-এ দেওয়া রয়েছে।
বিস্তারিত জানার জন্য HCI ওয়েবসাইট (https://www.hcidhaka.gov.in) অথবা দূতাবাসের ফেসবুক পৃষ্ঠায় (IndiaInBangladesh) লগ ইন করতে হবে অথবা শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, প্লট নং ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২-এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করা যাবে।
বিডি প্রতিদিন/আরাফাত