পয়লা ফাল্গুন ও ভালবাসা দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এক বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অধীনস্থ হেরিটেজ ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় এই বর্ণিল উৎসবের উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোসামী।
উৎসব উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণকে সাজানো হয় নানান রকমের বাহারি কারুকাজ ও বর্ণিল সাজে। উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আনন্দঘন পদচারণায় ক্যাম্পাসে ছিল এক অন্যরকম উৎসবের আমেজ। দু’দিনব্যাপী নানান রকমের সংগীত, পুতুল নাচ, নাগরদোলা, র্যাফেল ড্রসহ বাংলার নানান ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে। এই বর্ণিল আয়োজনে উত্তরা ইউনিভার্সিটিতে একই সাথে আয়োজিত হয় জেসিআই ঢাকা সেন্ট্রালের অনটোপ্রনার অ্যাওয়ার্ড এন্ড এক্সপোর সফট লঞ্চিং।
১৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় উত্তরা ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর ও বাংলা বিভাগের চেয়ারম্যান সামজীর আহমেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দু’দিনব্যাপী এই বর্ণিল উৎসব।
বিডি প্রতিদিন/এমআই