ভাষার শক্তি জাতীয়তাবাদী শক্তিকে সুদৃঢ় করে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘বাঙালির জীবনে এই ভাষার প্রভাব সর্বব্যাপী। দুই বাংলার মানুষের মধ্যকার আন্তঃসম্পর্কের নতুন মাত্রার প্রধান অনুষঙ্গ ভাষা এবং সংস্কৃতি।’
শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাহফুজুল ইসলাম, ময়মনসিংহের ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
এছাড়া কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের উপাধ্যক্ষ জোসেফ কুলাণদাই, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ফাদার জোসেফ রাজ, বিজ্ঞান অনুষের ডিন ফাদার আরক এন্টনি, সেন্ট জেভিয়ার্স কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার অনীল গোমস, বাংলাদেশের সেন্ট জেভিয়ার্স প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফাদার মিল্টন কোস্টা, ফাদার প্রবাস রোজারিও, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনী সংসদের সদস্য দীপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল