ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘হীরালাল সেন পদক’ পেয়েছে নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত 'আমার ভাষার চলচ্চিত্র' উৎসবের শেষদিন এই পদক প্রদান করা হয়।
এর আগে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছরের সেপ্টেম্বরে স্পেশাল জুরি পুরস্কার জিতেছে সিনেমাটি। তবে নিজ দেশে এটিই প্রথম পাওয়া কোনো পুরস্কার।
আদিম সিনেমার জন্য নিজ দেশে প্রথম কোনো সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাতা যুবরাজ। তিনি পুরস্কারটি তার মা সখিনা বেগমকে উৎসর্গ করেন।
‘আদিম’ এর পাশাপাশি বিশেষ সম্মাননা পদক লাভ করেছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা।
হীরালাল সেন পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পাঁচ দিন ব্যাপী চলমান ‘আমার ভাষার চলচ্চিত্র' উৎসবটি।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর, টেলিভিশন বিজ্ঞাপন এবং চলচ্চিত্র নির্মাতা পিপলু আর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন। এছাড়াও উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রসমূহের কলাকুশলীরা।
পাঁচ দিনব্যাপী (১২ডিসেম্বর -১৬ ডিসেম্বর) চলমান এই উৎসবে প্রদর্শিত হয় দুই বাংলার ২০টি চলচ্চিত্র।
জহির রায়হান পরিচালিত ‘কখনো আসেনি’ প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে উৎসবের ২২ তম আসরের। এছাড়াও প্রদর্শিত হয়েছে ‘ডিয়ার সত্যজিৎ’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘ইছামতী’, 'বাড়ির নাম শাহানা’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘ঘুড্ডি’, ‘আবহমান’, ‘মনপুরা’, ‘প্রিয়তমা’, ‘জাস্ট আ জোক ডার্লিং’, ‘প্রহেলিকা’,ব্রাত্য বসু পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’।
চলচ্চিত্র উপভোগের পাশাপাশি দর্শকরা মতবিনিময়ের সুযোগ পেয়েছে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া এবং দিব্য জ্যোতিসহ সরাসরি চলচ্চিত্র কলাকুশলীদের সাথে।
বিডিপ্রতিদিন/কবিরুল