ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, মিরপুর’ শাখার পরিবারের কোন আয়োজন মানেই ভিন্ন কিছু, প্রজন্মের আবেগ, অনুভূতি, মানে অনন্য একটা কিছু। বরাবরের মতোই বিশাল আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়েছে।
গত ২৯ ফেব্রুয়ারি মিরপুর সাড়ে ১১ এর সিটি ক্লাব মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলটির ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তরের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ইসলামি স্কলার প্রফেসর মোক্তার আহমাদ, গোলাম মোস্তফা-পরিচালক, এভেরোজ ইন্টারনশনাল স্কুল, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ ইউনিভারসিটি প্রেস এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কাজী নাহিয়ান এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। পূর্ব ঘোষণা অনুযায়ী খেলায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এর মিরপুর ক্যাম্পাসের প্রায় ৬০০ শিক্ষার্থী ১৩০টি খেলায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের প্রায় ৩২ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সময়ে চরমপত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বঙ্গবন্ধুর ফিরে আসার অপেক্ষায় কিভাবে শক্তি সঞ্চার করে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আমার কোন ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা আমার একটা সন্তান। আমি আজ এই মাহেন্দ্রক্ষণে প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি- যিনি এটা করার সুযোগ আমাকে দিয়েছেন। সেই সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার কাণ্ডারি বিশ্বনেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আজ বিশ্বনেতা। যার যোগ্য নেতৃত্বের কারণে আজ আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং শিক্ষা ব্যবস্থায় এনে দিয়েছেন দিয়েছেন যুগান্তকারী সফলতা।
বিডি-প্রতিদিন/শফিক/মার্কেটিং