কুষ্টিয়া মেডিকেল কলেজে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪২তম বার্ষিক সম্মেলন হয়েছে।
এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার এই সম্মেলন হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা বলেন, ‘স্বাস্থ্যখাতের দুর্নীতি, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সকল অব্যবস্থাপনা দূর করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’
এ সময় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নামক দলটি বার বার ভুল সিদ্ধান্ত এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড করে রাজনীতির ভুল চক্রের মধ্যে আবদ্ধ হয়ে হারিয়ে যাচ্ছে। সেই দলের কথা জনগণও ভাবছে না, আমরাও ভাবি না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মনিলাল আইচ লিটুসহ অনেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ