মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে (এমডিআইসি) গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মেহদী হাসান প্রামানিক, পিএসসি-এর সভাপতিত্বে গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, তোমাদের সৃজনশীলতা, উদ্ভাবনীশক্তি এবং দেশপ্রেমের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবরর্তন সাধন করবে। দেশ ও বিশ্বের উন্নয়নের তোমরা কাজ করবে এবং তোমাদের কাজ হবে মানবতার জন্য।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য ও একাডেমিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোজাম্মেল হক, মানারাত ট্রাস্টের সেক্রেটারি শাহ আলম বক্সী, কলেজের উপাধ্যক্ষ তাহমীনা ইয়াসমীন এবং অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ।
অনুষ্ঠানে কলেজের সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীদেরকে পদক ও সম্মাননা প্রদান করা হয়।
সেরা শিক্ষার্থী হিসেবে এ লেভেলে বায়োলজিতে দেশের সর্বোচ্চ নম্বরধারীর পদক অর্জন করে নাশিতা জামান, এএস-লেভেলে যথাক্রমে ইংরেজি, মনোবিজ্ঞান ও ইসলামিক স্টাডিজ বিষয়ে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীর পদক অর্জন করে আদিনা হাসান, আলিমা হক ভূইয়াঁ ও এম এস সিদরাতুল মুনতাহা অনন্যা। ও লেভেলে গণিত বিষয়ে কায়েস মুহতাসিম, খালিদ মাহমুদ বিশ্ব সেরা এবং বাংলা বিষয়ে দেশ সেরা হন সাদমান জামাল সিদ্দিকি। এদের সবার হাতে তুলে দেওয়া হয় সেরা শিক্ষার্থীর পদক। অনুষ্ঠানে ও-লেভেল এবং এ-লেভেল পাশ করা সকল শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য সনদ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত