চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশে প্রথম শতভাগ আবাসিক সুবিধাসহ আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষাপ্রতিষ্ঠান হেইলিবারি ভালুকার ‘রিজিওনাল ওপেন ডে’ সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের অভিভাবক ও শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় অংশ নেওয়ার এক অনন্য সুযোগ করে দিতেই সম্প্রতি চট্টগ্রাম শহরের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই ‘রিজিওনাল ওপেন ডে’।
রিজিওনাল ওপেন ডে-তে অংশ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা হেইলিবারি ভালুকার শিক্ষা কার্যক্রম, এক্সট্রাকারিকুলাম কার্যক্রম, ইনোভেটিভ শিক্ষাদান পদ্ধতি ও বৃত্তি সম্পর্কে জানতে পারেন। এ ছাড়াও এই ওপেন ডে-তে অংশ নিয়ে CAT এক্সামের জন্য রেজিস্ট্রেশন এবং শতভাগ স্কলারশিপের জন্যও আবেদন করার সুযোগ পায় শিক্ষার্থীরা।
এদিন বাংলাদেশে আন্তর্জাতিক মানের বোর্ডিং স্কুলের বর্তমান অবস্থা, সম্ভাবনা নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও হেইলিবারি ভালুকার প্রধান উপদেষ্টা ড. এস এম এ ফয়েজ, প্রতিষ্ঠাতা হেড মাস্টার সাইমন ও গ্রাডি, সহকারী পরিচালক মো. মাছুম উদ্দিন এবং হেড অব এনরোলমেন্ট লাবণী আহমেদ।
সেমিনারে অংশ নিয়ে হেইলিবারি ভালুকার প্রতিষ্ঠাতা হেড মাস্টার সাইমন ও গ্রাডি বলেন, চট্টগ্রামে আমাদের প্রথম ‘রিজিওনাল ওপেন ডে’-তে আমরা অসাধারণ সাড়া পেয়েছি, যেটি আমাদের অভিভূত করেছে। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অনেক উৎসাহ ও আগ্রহ নিয়ে এখানে অংশ নিয়েছে। আমরা তাদের থেকে ভালো সাড়াও পাচ্ছি। হেইলিবারি ভালুকা পরিবারও নতুন সদস্যদের স্বাগত জানানোর সম্ভাবনা নিয়ে খুবই উচ্ছ্বসিত।
বিডি প্রতিদিন/এমআই