ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তারা।
শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করছি।’
এর আগে, গত ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ