ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাত কলেজের ভর্তি প্রক্রিয়ায় না যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা; ঢাবি শিক্ষকদের সাত কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাক্টক্যাল পরীক্ষা ও ভাইভা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অবহেলা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও সাত কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা বা অস্তিত্বের সংকট; আন্তর্জাতিক র্যাঙ্কিং গণনার ক্ষেত্রে অধিভুক্ত সাত কলেজকেও বিবেচনা করা হয় বিধায় ঢাবির অবস্থান নিম্নগামী হওয়া ইত্যাদি সমস্যা তুলে ধরেন।
সম্মেলনে আরবি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থী। এই ৪৩ হাজার শিক্ষার্থীর ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের প্রায় ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর দায়িত্বভার গ্রহণ করেছে। যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো আপনারা অবিলম্বে অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’
একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবি যদি অধিভুক্ত বাতিল না করে ফের শিক্ষার্থী ভর্তি নেয়, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহির আওতায় আনা হবে। শিগগিরই আমরা আমাদের দাবি বাস্তবায়নে সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করব।’
দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। এমনকি অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও। এদিকে উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই তাদের জন্যে আলাদা অবকাঠামো নির্মাণের ঘোষণা দেয়।
বিডি প্রতিদিন/জুনাইদ