পেশাগত দায়িত্ব পালনকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা মাশফিকুল রাইনকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
রবিবার (১৭ নভেম্বর) সংবাদ সংগ্রহের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির ছবি ও ভিডিও করার সময় দৈনিক কালের কণ্ঠে’র জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করার অভিযোগ উঠে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে নেতৃত্ব দেন জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী মাশফিকুল রাইন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন