শিক্ষার্থীদের আপত্তির মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকুরিকাল গণনা সংক্রান্ত কমিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ববির রেজিস্ট্রারের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
তবে, বাকি দু’টি কমিটি থেকে অধ্যাপক কলিমুল্লাহকে বাদ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করেনি রেজিস্ট্রারের কার্যালয়।
রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা অফিস আদেশে চাকুরিকাল গণনা সংক্রান্ত পূর্বের কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন কমিটিতে ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেনকে আহ্বায়ক এবং ববির পরিকল্পনা ও উন্নয়ন অফিসের উপ-পরিচালক মোহা. মশিউর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
আর ঢাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী, ববির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বছির এবং একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ারা বেগমকে সদস্য করা হয়েছে।
এর আগে, গত রবিবার অধ্যাপক কলিমুল্লাহকে ববির অ্যাকাডেমিক কাউন্সিলসহ গুরুত্বপূর্ণ কমিটিতে মনোনয়ন দেওয়ায় প্রতিবাদে প্রক্টরের মাধ্যমে ভিসির কাছে স্মারকলিপি দেন সাধারণ শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/ইই