গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে পক্ষ-বিপক্ষ দুই গ্রুপের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নতুন প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে এ হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে এক গ্রুপ শিক্ষার্থী নতুন নিয়োগকৃত প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিবকে বঙ্গবন্ধু পরিষদের নেতা উল্লেখ করে তার নিয়োগ বাতিলের দাবিতে শ্লোগান দেয়। অন্যপক্ষ, এর বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নতুন নিয়োগকৃত প্রক্টর হিসেবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব যোগদান করেন। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে রাতে এক গ্রুপ শিক্ষার্থী ক্যাম্পাস ও ভিসির বাসভবন এলাকায় তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে।
বিডি প্রতিদিন/জামশেদ