খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খুবি ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুবির উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবীর। সঞ্চালনা করেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপ-পরিচালক ড. রিতা পারভীন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম ও পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহম্মেদ।
এতে খুলনা অঞ্চলের সাতটি বিশ্ববিদ্যালয়, ১১টি কলেজ ও চারটি মাদ্রাসার শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ইই