বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মাধ্যমে সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক পরিবারের আয়োজনে ‘সম্প্রীতির শিক্ষক পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
পরে সৌহার্দ্যের সমাবেশে শিক্ষকরা নিজেদের ঐক্য বজায় রাখতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে একে অপরকে মিষ্টি মুখ করান।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানসহ সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বর্তমান ও সাবেক প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও সব বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ইই