সেশনজট নিরসন ও উত্তরপত্র অবমূল্যায়ন রোধে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজকে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কলেজের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া, শাকিল আহমেদ শাওন, রাফি ও শাহাদাত হোসেনসহ অনেকে।
তারা বলেন, এই কলেজে পাঁচ বছরের অনার্সের কোর্স শেষ হতে ৬-৭ বছর সময় ব্যয় হয়। এ কারণে একজন শিক্ষার্থীর চাকরির পরীক্ষায় লড়াইয়ের সুযোগ কমে যায় এবং বেকারে পরিণত হয়। এছাড়া, আমাদের পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হয় না। তাই আমরা বিএম কলেজকে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ইই