জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনের উদ্যোগে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনীতি নিষিদ্ধ থাকায় ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ কর্মসূচি উদ্বোধন করেন শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার প্রমুখ।
মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র ও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় এ রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/এমআই