বরিশাল বিশ্ববিদ্যালয়ে সামনে শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবিরের দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করেন মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু।
ছাত্র শিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শুরু হওয়া প্রকাশনা উৎসব উপলক্ষ্যে প্রকাশ্যে এসেছেন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।
উৎসব উদ্বোধন করে কর্ম পরিষদ সদস্য আমিনুল ইসলাম খসরু বলেন, এই উৎসব শিক্ষার্থীদের ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে, মেধা মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদসহ শিক্ষকরাও প্রকাশনা উৎসবস্থল ঘুরে দেখেন। আগামীকাল বুধবার এটি শেষ হবে।
বিডি প্রতিদিন/জামশেদ