ভোলার মেঘনার ইলিশা বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
গতরাত ১১টার দিকে কোস্টগার্ড এ অভিযান চালায়।
জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় মেঘনার ইলিশা বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা ইলিশ আটক কর।
পরে আটক লঞ্চটি ছেড়ে দেওয়া হয়। আটককৃত মাছ স্থানীয় অসহায়, দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।