১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৩৭

সিলেটে কৃষিবিদ দিবসে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে কৃষিবিদ দিবসে আনন্দ শোভাযাত্রা

সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষিবিদ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 

‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মুজিবুর রহমান। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।   

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির উন্নয়নের মাধ্যমেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর