সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ীকে ‘হত্যা চেষ্টা’র প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদরের আল-হেরা শপিং সিটির সামনে এ মাববন্ধন করেন ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে তারা বলেন, ‘ঈদের পরদিন বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে হামলার শিকার হন ব্যবসায়ী রুসেল। তাকে প্রাণে হত্যার
উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। আমরা হত্যাচেষ্টাকারীদের দ্রুত শাস্তির দাবি করছি।’
আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও ব্যবসায়ী রাসেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ব্যবসায়ী জুয়েল আহমদ, আতাউর রহমান স্বপন, লিটন মিয়া ও আহত রুসেল মিয়ার ছোটভাই রাসেল মিয়া প্রমূখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ