করোনাভাইরাস সিলেটের সর্বত্র ছড়িয়ে পড়েছে। যেমন শহর, তেমন গ্রাম। সবদিকেই করোনার শক্ত ছোবল। এ পর্যন্ত সিলেটের ৮৮২ জনের শরীরে ধরা পড়েছে করোনা। তন্মধ্যে সিলেট মহানগরসহ সদর উপজেলায়ই বেশি পাওয়া গেছে করোনা রোগী। এরপরেই করোনাভাইরাসের বেশি রোগী শনাক্ত হয়েছে জকিগঞ্জ উপজেলায়। এ উপজেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৭ জন।
সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট মহানগরসহ সদর উপজেলায় করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে ৫১১ জন। এছাড়া জকিগঞ্জ উপজেলায় ৭৭ জন, গোলাপগঞ্জে ৫৫, কানাইঘাটে ৪৮, জৈন্তাপুরে ৪৪, বিশ্বনাথে ৪৩, দক্ষিণ সুরমায় ২০, ফেঞ্চুগঞ্জে ১৯, বিয়ানীবাজারে ২৩ ও গোয়াইনঘাট উপজেলায় ১৭, বালাগঞ্জে ১৪, ওসমানীনগরে ৭ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ৪ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিলেট সদর উপজেলায় করোনাভাইরাসের বেশি রোগী তার কারণ হিসেবে জানা গেছে, বিভাগীয় নগরী হিসেবে এখানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। মহানগরীর অসংখ্য মানুষ প্রতিদিনই শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিজ ইচ্ছায় গিয়ে নমুনা পরীক্ষা করাচ্ছেন। এতেই শনাক্ত হচ্ছে করোনাভাইরাসের রোগী।
কিন্তু জকিগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় অনেক পরে করোনা রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু হঠাৎ এ উপজেলায় বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। সদর উপজেলা পরে সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছে জকিগঞ্জ উপজেলায়। এ উপজেলায় এখন পর্যন্ত ৭৭ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা।
জকিগঞ্জে করোনা রোগী বাড়া প্রসঙ্গে উপজেলা ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার খালেদ আহমদ সিলেটভিউকে বলেন, উপজেলার অনেকেই নিয়ম-নীতি কোনভাবেই মানছেন না। স্বাস্থ্যনীতি মেনে না চলার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আরাফাত