২৯ জুন, ২০২০ ১৪:২৩

বৃষ্টিপাত বন্ধ, সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সুনামগঞ্জ প্রতিনিধি

বৃষ্টিপাত বন্ধ, সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সুনামগঞ্জে বৃষ্টিপাত বন্ধ থাকায় কমতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনো জেলার অনেকগুলো সড়ক পানির নিচে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। পানিবন্দি হয়ে আছেন ৩২ ইউনিয়নের কয়েক লাখ মানুষ। বন্যা কবলিত এলাকায় ৭৮টি আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে জেলায়। ইতোমধ্যে ১৪৮টি পরিবারকে নেয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। 

সোমবার সুরমার নদীর ষোলঘর পয়েন্টে বিদদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গতকাল ছিল ৭০ সেন্টিমিটার উপরে ছিল। আর ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৬ মিলিমিটার। 

এদিকে, সুনামগঞ্জ পৌর শহরের অনেক রাস্তার উপর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। বন্যা দুর্গতদের জন্য ৪১০ মেট্রিকটন চাল, ২৯ লাখ ৭০ হাজার নগদ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর