সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ৭টায় নগরীর দরগাহগেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে তাকে হযরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই