২৪ নভেম্বর, ২০২১ ২০:০৬

'কৃষিযন্ত্র' দিয়ে ধান কাটা উৎসব

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

'কৃষিযন্ত্র' দিয়ে ধান কাটা উৎসব

চলছে অগ্রহায়ণ মাস। সোনালী ধানের ঘ্রাণে মৌ মৌ করছে মাঠ। আমন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণী। সোনাধান হাসি ফুঠিয়েছে তাদের মুখে। সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষিযন্ত্রের মাধ্যমে, ধুম পড়েছে ধান কাটার। অর্থ ও সময় সাশ্রয় হওয়ায় ‘কম্বাইন হারভেস্টার’ মেশিন দিয়েই ধান কাটছেন কৃষকরা। একই মেশিনে ধান কাটা, মাড়াই-ঝাড়াই হওয়ায় আর্থিক ভাবেও লাভবান হচ্ছেন তারা।

আজ দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের মাঠে, ‘কম্বাইন হারভেস্টার’ দিয়ে অনুষ্ঠানিক ভাবে ‘ধান কাটা উৎসব’র উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার জয়ী, কৃষি উদ্যোক্তা জাবের হোসেন’র মাঠে এ আয়োজন করা হয়। জাবের হোসেন বলেন, যন্ত্রের ছোঁয়ায় পাল্টে গেছে কৃষির চিত্র। দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি ও কৃষক। তিনি জানান, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ (চারা রোপণ যন্ত্র)’র মাধ্যমে জমি চাষাবাদ করে এখন ‘কম্বাইন হারভেস্টার’ (ধান কাটার যন্ত্র) দিয়ে ধান কাটছেন। এতে অর্থ ও সময় সাশ্রয় হচ্ছে তার। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা তানজীদ মাসুম, জীবন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার, বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের সহসভাপতি তজম্মুল আলী রাজু, তরুণ কৃষি উদ্যোক্তা কয়ছর আহমদসহ স্থানীয় কৃষকেরা।     

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর