বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগামী নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ তা হতে দেবে না।’
বৃহস্পতিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার ইসাকলস ইউনিয়নের পুটামারা বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। সরকার বানভাসি মানুষের সাথে তামাশা করছে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা শাহাব উদ্দিন, আলী আকবর প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ