৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৫৯

দু’দিনব্যাপী ‘শাহ্ আব্দুল করিম লোক উৎসব’ শুরু ১৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দু’দিনব্যাপী ‘শাহ্ আব্দুল করিম লোক উৎসব’ শুরু ১৫ ফেব্রুয়ারি

এবার দু’দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উৎসব’ শুরু হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। ‘শাহ আবদুল করিম লোক পরিষদ’ প্রতি বছরের ন্যায় এবারও উৎসবটির আয়োজন করছে। 

সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে উৎসবের তথ্যটি জানিয়েছেন পরিষদের সভাপতি ও প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল। উৎসব সফলে তিনি সিলেটবাসীর সহযোগিতা চেয়েছেন। উৎসবটি বাউল আবদুল করিমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে শাহ নূর জালাল বলেন, ‘আমার বাবা জীবিত থাকাবস্থায় ২০০৬ সাল থেকে এ উৎসব শুরু হয়। এরই ধারাবাহিকতায় এ বছর ১৯তম লোক উৎসবের তারিখ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার নির্ধারণ করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘শাহ্ আব্দুল করিমের সৃষ্টি যেনো মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে- এটাই আমাদের চাওয়া। আমি আমার বাবার শিল্পকর্মকে প্রচার-প্রসার এবং সংরক্ষণের লক্ষ্যে কাজ করছি। শাহ্ আবদুল করিম লোক উৎসবটি এরই একটি অন্যতম প্রধান অংশ।’ 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর