ছাত্রদের সঙ্গে সিলেটে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য সিলেটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োজিত আছেন তারা।
শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছে সূত্র।
সিলেট বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, নির্দেশনা অনুযায়ী সিলেটের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমেছি আমরা। মহানগরের ৯টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান বিধায় আমাদের সদস্য ও ভলান্টিয়ারগণ এই দায়িত্ব পালনে নিয়োজিত আছেন। রাষ্ট্রের প্রয়োজনে যখন যা করা দরকার ফায়ার সার্ভিস তা করবে। তবে জনবল কম থাকায় মাহানগরের সকল স্থানের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ারফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত