সিলেটের কানাইঘাট উপজেলায় একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মালিক (৪৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মালিক একই ইউনিয়নের তিনচটি দক্ষিণ গ্রামের মৃত আব্দুল লতিফের বড় ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে আব্দুল মালিক ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের তার বোনের বাড়ি প্রবাসী ফয়েজ উদ্দীনের একটি টিন শেড ঘর নির্মাণের কাজ করছিল। এসময় ওই ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন আব্দুল মালিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত হয়ে আব্দুল মালিক মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আরাফাত