মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাস টিলা কাটায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকালে উপজেলার লংলা দড়িদাশপুর এলাকায় টিলা কাটার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক্সকেভেটরও জব্দ করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতকে থানাপুলিশ সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, রবিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় টিলা কাটার দায়ে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে এক্সকেভেটর জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/একেএ