বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা মামলায় সিলেটে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২১ অক্টোবর) রাতে বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম মিয়া সিলেট জেলা মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিউর রহমান সোহেল। তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি সিলেট কোতোয়ালি থানা এলাকায় নাশকতা মামলার এজহারনামীয় আসামি। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা