সাদাপাথর চুরি ও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে ১৩৬টি কাঠের তৈরি নৌকা ও ৫শ’ ফুট পাথর জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরাও অংশ নেন।
জানা যায়, দীর্ঘদিন থেকে ধলাই নদীর উৎসমুখ সাদাপাথর ও পার্শ্ববর্তী এলাকা থেকে অসাধু ব্যক্তিরা অবৈধভাবে পাথর লুটপাট করছিল। পুলিশ ও বিজিবি অভিযান করেও পাথর উত্তোলন ও লুটপাট বন্ধ করতে পারছিল না। এই অবস্থায় গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ধলাই নদীতে টাস্কফোর্স অভিযান চালায়। এসময় পাথর উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ১৩৬টি নৌকা ও ৫শ’ ফুট পাথর জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম