সিলেটে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া (৩০) নামের ওই যুবক মারা যান।
মৃত সেলিম মিয়া গোয়াইনঘাট উপজেলার হোয়াউরা গ্রামের জহুর আলীর ছেলে। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়া মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ।
স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে সোমবার গোয়াইনঘাটে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত হন সেলিম মিয়া। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ওই হাসপাতালে মারা যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ