সীমান্তের ওপারে ভারত থেকে কাঠ আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে ভারতীয় পুলিশ আশরাফ উদ্দিন (৬৫) নামের ওই বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করে। নিহত আশরাফ উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ জেলার কালাইরাগ রাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে ভারতে গিয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে আসেন। মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ভারতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ সীমান্ত পিলারের অনতিদূরে ভারতের অভ্যন্তরে আশরাফের লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে বিকেলে লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যমতে, ওই বৃদ্ধ কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে মারা গেছেন। তার শরীরে গুলি কিংবা কোন ধরণের আঘাতের চিহ্ন ছিল না। ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম