হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর TR-২ নম্বর ব্রেকার ও কারেন্ট ট্রান্সফরমারে (সিটি) হঠাৎ আগুন ধরে যায়। এতে উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল।
শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. রাসেল খান চৌধুরী জানান, ‘দুপুরে হঠাৎ একটি বিকট শব্দ হয়, সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ব্রেকার ও সিটি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার পর দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ জেলার বিদ্যুৎ সরবরাহ আবারও স্বাভাবিক হয়।
এর আগে গত ৩১ জুলাইও একই গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় বিদ্যুৎ সরবরাহ দুই দিন বন্ধ ছিল এবং নতুন যন্ত্রাংশ স্থাপন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল।
গতকাল রবিবার বিদ্যুৎ বিভাগ জানায়, সোমবার সকালে শাহজিবাজার গ্রিডে জরুরি মেরামত কাজ চলবে এবং সে সময় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। তবে নির্ধারিত কাজ চলাকালেই হঠাৎ অগ্নিকাণ্ডে পরিস্থিতি নতুন করে বিঘ্নিত হয়।
বিডি প্রতিদিন/জামশেদ