চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘আগামী বছর ২০১৯ সাল থেকে চট্টগ্রামে মাসব্যাপী বই মেলার আয়োজন করা হবে। এ জন্য লেখক, প্রকাশক ও পাঠকদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পাঠক হৃদয় জয় করতে পারলে সত্যিকার অর্থে একটি গ্রন্থমেলা উপহার দেওয়া সম্ভব হবে।’
বৃহস্পতিবার বিকেলে নগরীর মুসলিস হল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও অমর একুশ উপলক্ষ্যে চসিক আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক আড্ডা, কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি, নাটিকা, নৃত্য, সংগীতানুষ্ঠান, চিত্রাংকনসহ নানা অনুষ্ঠান থাকবে।
তিনি বলেন, ‘পছন্দের বই না পেলে পাঠক বই মেলায় আসবে না। তাই চট্টগ্রামে পাঠকের পরিবেশ তৈরি করতে লেখক ও প্রকাশকদের উদ্যোগ নিতে হবে। ঢাকার একুশে বই মেলাকে কেন্দ্র করে লেখক ও প্রকাশকদের উদ্দেশ্য থাকে পাঠকের জ্ঞানের ক্ষুধা মেটানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য চট্টগ্রামে সেই পরিবেশ নেই। এখানে লেখক, প্রকাশক ও পাঠকের সীমাবদ্ধতা আছে। এই তিনটির সমন্বয় না হলে সার্থক বই মেলা হবে না।’
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব