ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে সন্ত্রাস ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেছেন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খান।
গত বুধবার গভীর রাতে নগরের চকবাজার থানায় এ মামলা হয়। মামলায় রনিসহ সাত জনের নাম উল্লেখ এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বাকি আসামিরা হলেন- মুজিবুর রহমান রাসেল, তানভির মেহেদী মাসুদ, নেওয়াজ শরীফ অমি, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল হুদা বলেন, ‘গত ৩১ মার্চ চকবাজারের মতি টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত বিজ্ঞান কলেজে গিয়ে অধ্যক্ষকে মারধর ও অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিজ্ঞান কলেজে যান নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। অতিরিক্ত ফি ফেরত দিতে বলেন।
এ সময় কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন রনি। পরে প্রতারণার অভিযোগে নগরীর চকবাজার থানায় মামলা দায়ের করেন। মারধরের বিষয়টি ঘটনার দিন জানাজানি না হলেও কলেজের সিসিটিভির ভিডিও ফুটেজে ধরা পড়ে। সেটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেন জাহেদ খান। এরপর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন