চট্টগ্রামের চরপাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ।
উল্লেখ্য, প্রধান শিক্ষক আবুল হাসেম স্কুলে বিকেলে ও সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। এ সময় তিনি ছাত্রীদের যৌন হয়রানি করতেন। সম্প্রতি ছাত্রীরা তাদের স্বজনদের জানালে সোমবার রাতে কর্ণফুলী থানায় মামলা করেন হয়রানির শিকার এক ছাত্রীর অভিভাবক। মঙ্গলবার ঢাকার মিরপুর থেকে আবুল হাসেমকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন