চট্টগ্রামে শিশু ধর্ষণ বন্ধের দাবিতে মিশন অব হ্যাপিনেস বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিশন অব হ্যাপিনেস বাংলাদেশের সভাপতি ফাতেমা তুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, মানবাধিকার সংগঠক আমিনুল হক, সংগঠক নোমান উল্লাহ বাহার প্রমুখ। মানবন্ধনে শিশু-কিশোরসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের ঘটনায় অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। কোমলমতি শিশুরা আজ এক শ্রেণির হায়েনার হাতে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। এক বছর ১০ মাস বয়সী শিশুকেও ঘৃন্য ধর্ষণের শিকার হতে হচ্ছে। মানুষ হিসাবে এটি আজ আমাদের ভাবতেও অবাক লাগছে। তাই আমরা নারী ও কন্যা সন্তানের নিরাপত্তা চাই। স্বাধীন বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নেই, হতে পারে না। ধর্ষকদের বিরুদ্ধে আমরা সোচ্চার। এ ব্যাপারে আমরা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামন করছি।’
প্রসঙ্গত, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পঞ্চম শ্রেণির তিন ছাত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়। তাছাড়া আনোয়ার উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীও ধর্ষণের শিকার হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন