চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়াইক্যং এলাকার নুরুচ্ছালামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের একতলার ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার