চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সঙ্গে সমঝোতা স্মারক অনুষ্ঠানে দাওয়াত দিতে গেলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুস ছালাম।
রবিবার দুপুরে মেয়রের দফতরে চউক চেয়ারম্যান চসিক মেয়রকে এ দাওয়াত দেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় নগরের রেডিসান ব্লু রেস্টুরেন্টে এই স্মারক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
চসিক মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসন সংক্রান্ত মেগা প্রকল্পের সমঝোতা স্মারক সইয়ের দাওয়াত দিতে এসছেন সিডিএ চেয়ারম্যান। নগর পিতা এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আমি অবশ্যই ওই অনুষ্ঠানে যাব।’
তিনি আরও বলেন, ‘নগরীর সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সেবাধর্মী প্রতিষ্ঠান সমুহের মধ্যে সমন্বয় করবে চসিক। এ সমন্বয় যত বেশি হবে উন্নয়ন প্রকল্পগুলো তত বেশি টেকসই হবে, জনদুর্ভোগ লাঘব হবে।’
চউক চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে চউকে সমঝোতা স্মারক অনুষ্ঠান আজ সোমবার অনুষ্ঠিত হবে। ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ মেগা প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা রক্ষা হলে আগামী ৫ বছরে উন্নয়নের মাধ্যমে চট্টগ্রাম আরও এগিয়ে যাবে।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর