চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ পরিদর্শনে গেলেন নগরের পাথরঘাটা সেবক কলোনিস্থ নগর স্বাস্থ্য কেন্দ্র।
রবিবার দুপুরে তিনি স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক চসিক মেয়রকে বললেন, ‘স্যার আগে দৈনিক গড়ে প্রায় ১০০ থেকে ১২০ জন রোগী এ কেন্দ্র থেকে সেবা গ্রহণ করত। কিন্তু এখন নানা কারণে রোগীর সংখ্যা কমে গেছে। আজও ২৮ জন রোগী সেবা গ্রহণ করেন।’
পরিদর্শনের সময় তিনি কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসকসহ অন্যান্য কর্মচারীদের দৈনিক কার্যক্রম এবং সেবা কর্মসুচি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তবে কর্মরতদের শতভাগ উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন মেয়র। এ স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট, একজন টেকনিশিয়ান এবং একজন আয়া দায়িত্ব পালন করেন বলে জানান। এ সময় মেয়র স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে সেবা গ্রহণ সম্পর্কে কথা বলেন।
এ সময় মেয়র বলেন, ‘নানা সমস্যা নিয়ে স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে। তবে পর্যায়ক্রমে এসব সমস্যা নিরসন করা হচ্ছে। আগামীতে আমরা উন্নত সেবার মানসিকতা নিয়ে নানা পরিকল্পনা বাস্তবায়নের চিন্তা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন